সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫
রজব আলী বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
বিশ্বম্ভরপুর, ৭ এপ্রিল ২০২৫: ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাত ও ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ বিশ্বম্ভরপুরে সম্মিলিত মুসলিম জনতার উদ্যোগে এক ঐতিহাসিক ধর্মঘট ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করেছেন।সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখা হয়। পরে দুপুরে বিশ্বম্ভরপুরের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যেখানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ “গাজার গণহত্যা বন্ধ করো”, “ফিলিস্তিনের পাশে আমরা” এবং “নারায়ে তাকবির, আল্লাহু আকবর” স্লোগানে মুখরিত করে এলাকা। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিপ্লবী চত্বর গিয়ে একটি সমাবেশে রূপ নেয়।সমাবেশে বক্তারা গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের মৃত্যুর তীব্র নিন্দা জানান। তারা বলেন, “বিশ্ব মানবতা আজ নীরব কেন? গাজার মানুষের উপর এই বর্বরতা অগ্রহণযোগ্য। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাই।
“স্থানীয় বক্তরা , বলেন, “গাজায় যা হচ্ছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা এখান থেকে আমাদের কণ্ঠ তুলে তাদের পাশে দাঁড়াতে চাই।”এই ধর্মঘট ও বিক্ষোভ মিছিলকে স্থানীয়রা “ঐতিহাসিক” হিসেবে অভিহিত করেছেন, কারণ এত বড় পরিসরে গাজার সমর্থনে এ ধরনের কর্মসূচি এ এলাকায় এর আগে দেখা যায়নি। আয়োজকরা জানিয়েছেন, এই আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ না গাজায় শান্তি প্রতিষ্ঠিত হয়।এদিকে, কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D