জগন্নাথপুর উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

জগন্নাথপুর উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা ৭ই এপ্রিল রোজ সোমবার বেলা ৩ঘটিকার সময় জগন্নাথপুর পৌর শহরস্থ হাসপাতাল পয়েন্ট এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার এর সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এডভোকেট মল্লিক মঈনুদ্দিন আহমেদ সোহেল, সদস্য মোঃ আব্দুল মুকিত, সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, মোঃ আব্দুস সোবহান, সোহল আহমদ খান টুনু, সদস্য আবুল লেইছ,সানাওর হাসান সুনু, ফারজানা বেগম, মোঃ ফজলু কাবেরী, মোঃ সাদিকুর রহমান নান্নু, আব্দুর রউফ, আব্দুস শহীদ মেম্বার, ইছরাখ মিয়া মেম্বার।
উক্ত সভায়, শীঘ্রই উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং গাজায় মুসলমানদের উপর ইহুদি ইসরায়েল কর্তৃক নির্মম হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়াও কিছু ব্যক্তিবর্গ সিনিয়র নেত্রী বৃন্দকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV