সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫
অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ
সুনামগঞ্জের একটি মাত্র উপজেলা যেখানে প্রায় দু’লক্ষ জনমানুষ বসবাস।কিন্তু চিকিৎসা সেবা প্রদানের জন্য নিয়োগ নেই কোন এমবিবিএস ডাক্তার।মেঘালয় সীমান্ত ঘেষা হাওরাঞ্চলের জনপদের গড়েওঠা সেই অবহেলিত উপজেলাটির নাম মধ্যনগর।যেখানে প্রতিনিয়ত “গ্রাম্য চিকিৎসাই একমাত্র ভরসা”।
সেই উপজেলায় মাত্র একজন মেডিকেল অফিসার পদায়ন করেছেন কতৃপক্ষ।এলাকাবাসীর স্বার্থে সপ্তাহের সাত দিনের মধ্যে মাত্র দু’দিন চিকিৎসা সেবা দিবেন তিনি,প্রতি রোববার ও বুধবার।
উল্লেখ্য মধ্যনগরে বিষ শয্যা বিশিষ্ট একটি থানা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ হওয়ার কথা থাকলেও থেমে গেছে ৫০শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আশায়।মধ্যনগর সদরে ও দক্ষিণ বংশীকুন্ডা মা ও শিশু কল্যাণ কেন্দ্র দুটি থাকলেও কোনটিতে মিডওয়াইফ(প্রশিক্ষণ প্রাপ্ত ধাতৃ)ছাড়া কারো দেখা মিলে না।
এনিয়ে ৭ইএপ্রিল গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সুনামগঞ্জ উপপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা মোঃনিয়াজুর রহমান সাক্ষরিত একটি আদেশে চিকিৎসক পদায়ন করা হয়েছে।
আদেশে উল্লেখ রয়েছে সুনামগঞ্জ জেলার নবসৃষ্ট উপজেলা মধ্যনগর, সুনামগঞ্জ (পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম ধর্মপাশা উপজেলা,সুনামগঞ্জ হতে পরিচালিত)এর আওতাধীন মধ্যনগর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বেসরকারী উন্নয়ন সংস্থ্য (UNFPA) কর্তৃক নিয়োগকৃত দুই (২) জন মিডওয়াইফ ২৪/৭ সেবা প্রদান করে আসতেছে,বিধায় বিভাগীয় কাজের স্বার্থে জনাব ডাঃ মিজানুর রহমান মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি),ধর্মপাশা, সুনামগঞ্জ কে মধ্যনগর ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সপ্তাহে দুই দিন (রবিবার ও বুধবার) সেবা প্রদান করার জন্য সংযুক্তি আদেশ প্রদান করা হলো।জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে।
এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাগত জানিয়ে দুদিন নয় সার্বক্ষিক এমবিবিএস চিকিৎসা সেবা দেয়া দাবী জানিয়েছেন অসংখ্য নেটিজেনরা।নতুবা সপ্তাহের দুদিন ছাড়া অন্য ৫দিন পার্শ্ববর্তী ধর্মপাশা না’হয় কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েই চিকৎসাসেবা নিতে হবে।
এবিষয়ে সুনামগঞ্জ সিভিল সার্জন ডাঃজসীম উদ্দিন দৈনিক আমার সংবাদকে বলেন,বিষয়টি দেখবো যেন সপ্তাহের সাতদিনেই যেন চিকিৎসা সেবাপান এলাকাবাসী,কতৃপক্ষকে সুপারিশ করবো।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D