পাবনা থেকে নিখোঁজ জগন্নাথপুর এর “শাফিয়ান”

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

পাবনা থেকে নিখোঁজ জগন্নাথপুর এর “শাফিয়ান”

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

পাবনার মানসিক হাসপাতাল থেকে জগন্নাথপুর এর মানসিক ভারসাম্যহীন কিশোর শাফিয়ান (১৮) নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।
পরিবার সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বালিকান্দী (মোকামপাড়া) গ্রাম নিবাসী হত-দরিদ্র দিনমজুর মোঃ আবু মিয়া ও স্ত্রী শাপলা বেগম তাঁদের মানসিক ভারসাম্যহীন ছেলে মোঃ শাফিয়ান মিয়া(১৮)কে সাথে নিয়ে গতকাল ৮ই এপ্রিল রোজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ঘটিকার সময় পাবনা জেলা শহরস্থ মানসিক হাসপাতালে নিয়ে যান। এবং সকাল ১০ ঘটিকার দিকে শাফিয়ান মিয়া(১৮)কে ডাক্তার দেখানোর পর সে সবার অগোচরে নিখোঁজ হয়ে পড়ে। হাসপাতাল এলাকা সহ আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও ৯ ই এপ্রিল পর্যন্ত শাফিয়ান মিয়া(২৮) এর সন্ধান পায়নি তার পরিবারের লোকজন। কোনো সুহৃদ ব্যাক্তি যদি শাফিয়ান এর খোঁজ পান তাহলে মোবাইল নাম্বার- 0 1776-840205 অথবা 01335675564 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে৷

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV