জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন প্রদান করলেন বাবুল

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন প্রদান করলেন বাবুল

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
রোগীদের চিকিৎসা সহজতর করার লক্ষে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি প্রদান করেছেন সমাজসেবী ও ব্যবসায়ী বাবলু।
মুমূর্ষ ও হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা অধিকতর সহজতর এবং গতিশীল করার লক্ষে জগন্নাথপুর বাজারস্থ এ.আলী ট্রেডার্স এর প্রতিষ্ঠাতা জগন্নাথপুর পৌর সভার হবিবপুর (কিশোরপুর) এলাকার বাসিন্দা মরহুম আলহাজ্ব মোঃ কুতুব উদ্দিন চৌধুরী’র ছেলে বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম চৌধুরী বাবলু ১৮ ই জুলাই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর এর হাতে একটি ইসিজি মেশিন হস্তান্তর করেছেন।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌর সভার ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হুসাইন, সাংবাদিক সানোয়ার হাসান সুনু এবং হবিবপুর (কিশোরপুর) গ্রামের মোঃ জাকি,তাহা আহমেদ,মোঃ রিয়াদ ও রাসেল আহমদ চৌধুরী সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা- কর্মচারী বৃন্দ।
মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে ডাঃ মধু সুধন ধর উনাকে অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ