সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে “স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর” এর সদস্যরা ইসরায়েলী পণ্য বয়কট ও বিকল্প পণ্যের নাম সম্বলিত লিফলেট বিতরণ করেছেন ।
গাজায় মুসলমানদের উপর ইহুদি ইসরায়েলের নির্মম বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আর্তমানবতার সেবায় নিয়োজিত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর” এর আয়োজনে বিগত ৮ই এপ্রিল রোজ মঙ্গলবার জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় গণহত্যাকারী ইসরায়েলীদের প্রতি তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়ে অর্থনৈতিক ভাবে দুর্বল করার লক্ষে এই সংগঠন এর উদ্যোগে গতকাল জগন্নাথপুর উপজেলা সদর বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সদস্যরা ইসরায়েলী পণ্য ক্রয় বিক্রয় বন্ধে এক কথায় বয়কট করতে ও বিকল্প পণ্য ক্রয়-বিক্রয়ে জনসাধারণকে আকৃষ্ট করতে ইসরায়েলী পণ্য বয়কট প্লাস বিকল্প পণ্যের নাম সম্বলিত লিফলেট বিতরণ করেছেন।
লিফলেট বিতরণকালে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সাধারন সম্পাদক জুয়েল আহমদ দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, ইহুদিবাদী ইসরায়েল অবিরাম গাজার মুসলমানদের নির্মমভাবে হত্যা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েলীদের অর্থনৈতিক ভাবে দুর্বল করতে তাদের সবধরনের পণ্য বয়কট করার জন্য ও বিকল্প পণ্য ক্রয় ক্রয়বিক্রয় করতে জনসচেতনতা সৃষ্টির জন্যেই ব্যবসায়ী ও পথচারী এক কথায় সর্বসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করছি। তিনি আরও বলেন, এই বর্বরোচিত হত্যাযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি জোরদাবী জানাচ্ছি। এবং এই নির্মমতা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলী পণ্য বর্জন করার মধ্য দিয়ে গাজাবাসীরা পাশে দাড়ানোর জন্য সবার প্রতি আহবান জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D