তাহিরপুরে নিখোঁজের ১২ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৭:১৪ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২০

তাহিরপুরে নিখোঁজের ১২ ঘন্টা পর যুবকের  লাশ উদ্ধার

তাহিরপুর প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে নদীতে নৌকা ডুবে নিখোঁজ এক যুবকের লাশ প্রায় ১২ ঘন্টার পর উদ্ধার করেছে পুলিশ ও গ্রামবাসী।

ঘটনাটি ঘটে শনিবার রাত প্রাই ৯টার দিকে উপজেলার ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের নালেরবন্ধ গ্রামের সামছুল হকের ছেলে মাঝি সাজিলক বালিয়াঘাট নতুন বাজার থেকে ১৮ জন যাত্রী নিয়ে ছোট একটি নৌকা দিয়ে খলিশাজুড়ি ও নালেরবন্ধ গ্রামের উদ্দ্যেশে যাত্রা করে।

পথিমধ্যে শ্রীপুর (উত্তর) ইউনিয়নের পাটলাই নদীর মধ্যস্থানে হঠাৎ দমকা বাতাস আর ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি উল্টে ডুবে যায়।

নৌকা ডুবার পর ১৭ জন সাতরিয়ে কিনারায় উঠতে পারলেও তৌফিক মিয়া নামে এক যুবক উঠতে পারেনি।

পরে গ্রামবাসী সারা রাত টর্চ লাইট নিয়ে ছোট নৌকা দিয়ে তাকে খোজাঁখুজি করেও পায়নি।

রবিবার সকালে প্রায় ১২ঘন্টার পর মাছ ধরার কোনাজাল দিয়ে পাটলাই নদী থেকে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেন গ্রামবাসি ও পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায় নিহত যুবক বালিয়াঘাট নতুন বাজারের চা বিক্রেতা ছিলেন।

নিহত ব্যাক্তির নাম মোঃতৌফিক মিয়া (৩০) সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের খলিশাজুড়ি গ্রামের বীর মুক্তিযুদ্ধা সিরাজ মিয়ার ছেলে।

আরো জানা যায় লাশ উদ্ধারের পর থানা পুলিশের মাধ্যমে নিখোঁজের পিতা বীর মুক্তিযুদ্ধা সিরাজ মিয়ার কাছে হস্তান্তর করেছে গ্রামবাসী।

রবিবার সকাল প্রাই সাড়ে সাতটার সময় বিষয়টি নিশ্চিত করেছেন ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই আবু মোছা।

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, নিহত ব্যাক্তির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিখোঁজ ব্যাক্তির লাশ তার পিতার কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ