সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২০
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মো. শফিকুল ইসলাম (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে এগারটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। উপজেলার কলেজ রোডে বসবাসকারী মো. শফিকুল ইসলামের বাড়ি সদর ইউনিয়নের মহদিপুর গ্রামে। গত ১২ জুলাই তার নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। রোববার রাত এগারটার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাড়ে এগারটার দিকে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পলনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার এ মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D