সিলেট ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জুন ৩, ২০২০
বারি মাল্টার সংগ্রহে সৌখিন তরুন। সিলেটর বারি জাতের মাল্টা চাষের জন্য এখনই উপযুক্ত সময়।তাই সৌখিন চাষিরা চারা সংগ্রহ করছেন। সিলেট নগরীর উপকন্ঠে দাশপাড়া ও পিরের বাজার এলাকার সুগন্ধা নার্সারীতে এই জাতের চারা সংগ্রহ করছেন প্রান্তিক চাষিদের সাথে সৌখিনরাও। গত বছর হবিগঞ্জেে হয়েছে বাম্পার ফলন। জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্র উদ্ভাবিত এই জাতের মাল্টা সারাদেশে চাষ হচ্ছ। করোনাকালে ডাক্তারদের পরামর্শনুযায়ী মাল্টার চাহিদা বেড়েছ। প্রচুর পরিমানে ভিটামিন সি সমৃদ্ধ এই ফলের চারা বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন কৃষককুল।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D