করোনায় দিশেহারা সিলেট, কমেছে সচেতনতা

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুন ৩, ২০২০

করোনায় দিশেহারা সিলেট, কমেছে সচেতনতা

 করোনাভাইরাসে সিলেটে আরও ৫৫ জন আক্রান্ত হয়েছেন। এটিই সিলেটে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হল। আজ বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়  এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৮২ জনের  নমুনা পরীক্ষা করা  হয়। তন্মধ্যে ৫৫ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। যা সিলেটে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী ধরা পড়লো। আক্রান্তরা সিলেটের কোন কোন উপজেলার বাসিন্দা এ রিপোর্ট লেখা পর্যন্ত তা  জানা যায়নি।

এ নিয়ে সিলেটে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮১ জনে।  সচেতনতা কমায়, সামাজিক দুরত্ব  ও নিয়ম মেনে না চলায়  দিন দিন খুুুবই  খারাপের দিকেে ঝুুুুুঁকছে সিলে।

এ সংক্রান্ত আরও সংবাদ