ছাতকে ফের ৩য় বারের বন্যায় বিচ্ছিন্ন এলাকা

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

ছাতকে ফের ৩য় বারের বন্যায় বিচ্ছিন্ন এলাকা

ছাতক প্রতিনিধি:
ছাতকে ফের ৩য় বারের বন্যায় তলিয়ে গেছে বিস্তীর্ণ হয়েপড়েছে পুরো এলাকা। র্টানা বর্ষণে নদ-নদী, খাল-বিল ও হাওরে হুর হুর করে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফের বড় ধরনের বন্যায় ক্ষতিগ্রস্তের আশঙ্কায় রয়েছে। উপজেলার ১টি পৌরসভা ১৩ ইউনিয়ন ৩য়বার বন্যা কবলিত হয়ে পড়েছে।
সদ্য বপন করা আমনের বীজচারা পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।এতে স্থানীয় কৃষকরা আমন ধান বুনা ও বীজচারা তৈরি নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন। সুরমা নদী বিপদ সীমার ১৫২ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া উপজেলার পিয়াইন, চেলা,বটের খাল, বোকা, ডাউকি নদীসহ সবকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট, সুনামগঞ্জসহ সারা দেশের সাথে ছাতকের সরাসরি সড়ক যোগাযোগ আবারো বিচ্ছিন্ন রয়েছে। উপজেলার ছোট বড় অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে । ছাতক শহরসহ উপজেলার অনেক হাট বাজার ও ঘর বাড়িতে বন্যার পানি উঠে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:গোলাম কবির জানান, নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ছাতকে ৩য় বার বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। কন্ট্রোল-রুম খোলা হয়েছে। কন্ট্রোল-রুমের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ