করোনায় মারা গেলেন বিমানের সাবেক ক্যাপটেন

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জুন ৩, ২০২০

ঢাকা: বাংলাদেশ বিমানের সাবেক ক্যাপ্টেন আলি আশরাফ খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

করোনায় আক্রান্ত হয়ে তার স্ত্রী মারা যাওয়ার সাত দিন পর রাজধানীর একটি হাসপাতালে মঙ্গলবার (২ জুন) সকালে তার মৃত্যু হয়।

php glass

জানা যায়, আলী আশরাফের স্ত্রী গত সাত দিন আগে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনায় মারা যান।

ksrm

করোনায় আক্রান্ত হয়ে আলী আশরাফ কয়েকদিন আগেই হাসপাতালে ভর্তি হন। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

বিমানের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, শারীরিক অবস্থা বিবেচনায় ক্যাপ্টেন আলী আশরাফ অবসর নিয়েছিলেন।

৩৫ বছরের ক্যারিয়ারে তিনি বিমানের পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ