“”জগন্নাথপুরে মৎস্যজীবিদের মধ্যে মৎস্য চাষের উপকরণ বিতরণ””

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

“”জগন্নাথপুরে মৎস্যজীবিদের মধ্যে মৎস্য চাষের উপকরণ বিতরণ””

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে সুফলভোগী মৎস্যজীবিদের মধ্যে জগন্নাথপুরে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
” মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সম্বৃদ্ধ দেশ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২০ উপলক্ষে আজ উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মিন্টু সরকার ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ বিলাল হোসেন প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় মৎস্য চাষী জাকির হোসেন ও রুবেল হোসেন এর হাতে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ তুলে দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।

এ সংক্রান্ত আরও সংবাদ