সিসির স্বৈরাচারী শাসনে মিশরীয় জনগণের নির্যাতনের সংখ্যা বেড়েছে

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

সিসির স্বৈরাচারী শাসনে মিশরীয় জনগণের  নির্যাতনের সংখ্যা বেড়েছে

বিশ্ব সংবাদ ঃ সিসির নিয়ন্ত্রিত অবৈধ সংসদে লিবিয়ায় হস্তক্ষেপের বিল পাশের পর অভ্যন্তরীণ ও আন্তজার্তিকভাবে সিসির ব্যর্থ নীতিমালার বিরুদ্ধে জনগণের অসন্তুষ্টি এবং উত্থান বৃদ্ধি পাচ্ছে। সিসির স্বৈরাচারী শাসনে মিশরীয় মানুষের দরিদ্রতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং জনগণের বাক স্বাধীনতা হ্রাস পাচ্ছে, নিপীড়ন, কারাগার এবং নির্যাতনের সংখ্যা বেড়েছে। ..
মিশরীয় জনগণ লিবিয়ায় মিশরীয় সেনাবাহিনীর সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে এবং মিশরের সার্বভৌমত্ব এবং সম্পদ বাজেয়াপ্ত করার (নীলনদ, সানাফির এবং থিরান, গ্যাস) বিরুদ্ধে অবস্থান নিয়েছে ।
মিশরের সাধারণ জনগণ দেশপ্রেমিক বুদ্ধিবৃত্তিক সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন, তারা যেন সিসির কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটায় এবং মিশরীয় জনগণের পাশে এসে দাঁড়ায়।