জঙ্গি হামলার আশঙ্কা করছে পুলিশ

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

জঙ্গি হামলার আশঙ্কা করছে পুলিশ

দেশের যেকোনো স্থানে জঙ্গি হামলার আশঙ্কা করছে পুলিশ। বিমানবন্দর, পুলিশের স্থাপনা, দূতাবাস এবং সব উপাসনালয়ের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সারা দেশের পুলিশের ইউনিটগুলোকে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। এ ছাড়া শহর ও শহরতলি এলাকার ভাড়াটেদের তথ্য সংগ্রহ এবং স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মাদ্রাসা ও এতিমখানার ওপর নজরদারি বাড়াতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া সোহেল রানা বাংলাদেশের আলোকে জানান, জঙ্গীবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রনে রয়েছে। তবুও দেশ ও জনগণের সর্বোচ্চ সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে নুন্যতম কোন আশন্কারে সুযোগ আমরা রাখতে চাই না। অতীতে উৎসব বা উপলক্ষ্য কেন্দ্রিক হামলা আমরা দেখেছি। তাই, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এবং এর অংশ হিসেবে আমরা সকল উৎসব এবং জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আগে সংশ্লিষ্ট সকল ইউনিটকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দিয়ে থাকি। এবারও, তেমনটি ক

এ সংক্রান্ত আরও সংবাদ