করোনাকালে কবিতায় মনোযোগ শাহরিয়ারের

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, জুন ৫, ২০২০

করোনাকালে কবিতায় মনোযোগ শাহরিয়ারের

যদি কখনো রুক্ষ হয় শহর
ইউটার্ন করে পথ
উত্তপ্ত কংক্রিট আর পিচ
যদি কখনো ভিসুভিয়াস হতে চায়–

শুদ্ধস্বরের কবিতা বেমালুম ভুলে
ঝরা বকুল ছিনতাই হয়
ভোরের কুয়াশার সাথে—-

হাতধরা বিকেল যদি হয়
ভয়ংকর প্রতারণা
নিয়ন সন্ধ্যা ডুবে মাতাল রাতে—

ভোর আসে না নিশিত জীবনে

  1. তবে এখানে এসে
    একবার
    উদাস হতে হয়।—-

এ সংক্রান্ত আরও সংবাদ