আজারবাইজানের সঙ্গে বিশাল আকারে যৌথ সামরিক মহড়া তুরস্কের

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

আজারবাইজানের সঙ্গে বিশাল আকারে যৌথ সামরিক মহড়া তুরস্কের

আর্মেনিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলায় আজারবাইজানের সঙ্গে বিশাল আকারে যৌথ সামরিক মহড়া শুরু পরিচালনা করছে তুরস্ক।

উভয় দেশের স্থল ও বিমানবাহিনী বিশাল পরিসরে সামরিক মহড়ায় যোগ দিয়েছে,জানিয়েছে আজারবাইজানীয় প্রতিরক্ষা মন্ত্রনালয়।

এতে বলা হয়েছে, উভয় দেশের স্থল ও বিমানবাহিনী সামরিক মহড়ায় যোগ হয়েছে।

পরিকল্পনা অনুসারে, বাকু ও নাখচিভানে ১ থেকে ৫ আগস্ট স্থলবাহিনী নিয়ে মহড়া অনুষ্ঠিত হচ্ছে,” একটি বিবৃতিতে লেখা হয়েছে।

সামরিক বিমানের অংশগ্রহণ নিয়ে মহড়া 29 জুলাই থেকে 10 আগস্ট অনুষ্ঠিত হবে – বাকু, নাখচিভান, গঞ্জা, কুড়মাদির এবং ইয়েলখ। ”

এতে আরও বলা হয়েছে, যৌথ মহড়ায় সামরিক কর্মী, সাঁজোয়া যান, আর্টিলারি মাউন্টস এবং মর্টারের পাশাপাশি সামরিক বিমান ও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করা হবে।

উত্তর-পশ্চিম তোভুজ সীমান্ত অঞ্চলে আজারবাইজানীয় সেনাদের উপর আর্মেনিয়ান সশস্ত্র বাহিনীর হামলার কয়েক দিন পর তুরস্ক কে নিয়ে আজারবাইজানের এই মহড়া ।

আর্মেনিয়ান সেনাদের হামলায়,একজন মেজর জেনারেল এবং একজন কর্নেল সহ অন্তত 11 আজারবাইজানীয় সেনা শহীদ হয়েছিলেন।

আজারবাইজান আর্মেনিয়াকে “উস্কানিমূলক” পদক্ষেপের জন্য তীব্র নিন্দা করেছিল, আঙ্কারা আজারবাইজানকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছে এবং ইয়েরেভানকে হুঁশিয়ারি দিয়েছিল যে আজারবাইজানের উপর যে কোনও ধরনের হামলার তুরস্কের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে এবং তুরস্ক সরাসরি আর্মেনিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করবে।

আজারবাইজানের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত অঞ্চল নগার্নো কারাবাখ ১৯৯১ সাল থেকে অবৈধ আর্মেনিয়ার দখলে রয়েছে।