বাংলাদেশকে নিয়ে শংকায় আছে ভারত।

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০

বাংলাদেশকে নিয়ে শংকায় আছে ভারত।

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ:
দুদেশের সম্পর্ক ফাটল ধরতে পারেঃ ভারতকে সতর্ক করলো বাংলাদেশ’।

ভারতের কিছু গণমাধ্যমের সূত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে, রাম মন্দির নির্মাণের উদ্যোগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের এমন কোনো পদক্ষেপ নেয়া উচিত নয়, যা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কে আঘাত করতে পারে।

দ্য হিন্দু-র প্রতিবেদনে পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্যে বলা হয়েছে, তিনি বলেন, ‘আমরা দ্বিপাক্ষিক সম্পর্কে আঘাত হানতে এই বিষয়টি (রাম মন্দির নির্মাণ) অনুমোদন করব না। তবু আমি এখনও ভারতের কাছে দাবি জানাচ্ছি, এমন কিছু যেন না-করে, যাতে ভারত-বাংলাদেশের সুন্দর বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায়। দু’পক্ষেরই উচিত কোনও রকম বিবাদ ও বিতর্ক হয়, এমন কাজ থেকে বিরত থাকা।’

সুতরাং বলা যায় বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির নির্মানের বিষয়টি সহজভাবে নেয়নি বাংলাদেশ সরকার।

অন্যদিকে বর্তমানে বাংলাদেশকে নিয়ে শংকায় আছে ভারত। ভারতের আরো দুশ্চিন্তার কারন হল ইমরান খানের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ফোনালাপ। আর এতেই ভারত নিদ্রাহীনতায় ভুগছে। সকল প্রতিবেশীর ক্ষোভে বাংলাদেশকে নিয়ে একটা আশংকা থেকেই যাচ্ছে ভারতের।

এ সংক্রান্ত আরও সংবাদ