৩ শতাধিক তালেবান কে নির্মম কারাগার থেকে মুক্তি ।

প্রকাশিত: ৬:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২০

৩ শতাধিক তালেবান কে নির্মম কারাগার থেকে মুক্তি ।

শান্তির বার্তা পৌছে দিতে ঈদুল আযহা উপলক্ষে তালেবান কর্তৃক ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতির শেষদিন আমেরিকার মদদপুষ্ট আফগানের আশরাফ ঘানি সরকারের কারাগার থেকে মুক্তি পেয়েছে তিন শতাধিক তালেবান।
সোমবার (৩ আগষ্ট) আফগানিস্তানের জাতীয় সুরক্ষা কাউন্সিলের কার্যালয় (ওএনএসসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে আনাদোলু এজেন্সি’র খবরে বলা হয়েছে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তালেবানের সাথে আমেরিকার শান্তিচুক্তি মোতাবেক আফগান সরকারকে পারওয়ান ও অন্যান্য প্রাদেশিক কারাগার থেকে আরও ৩১৭ জন তালেবানকে মুক্তি দিতে হয়েছে। এ নিয়ে সর্বমোট ৪,৯১৭ জন তালেবান সদস্য মুক্তি পেয়েছেন।
সম্প্রতি ৫ হাজার ১০০ জন সদস্যকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আফগান সরকার তালেবানকে আন্তঃ-আফগান শান্তি আলোচনার জন্য এক সপ্তাহের মধ্যেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে আশরাফ ঘানি সরকারের এক হাজার কয়েদিকে মুক্তি দিয়ে তালেবান অঙ্গীকার পূর্ণ করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ