সিলেট ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, জুন ৫, ২০২০
পল্লীবন্ধু এরশাদ পুত্র, সাদ এরশাদ এমপি
বলেন, “আমার জীবন নিয়ে খেলা করা হচ্ছে , আমার লাইফ রিস্কে আছে ,আমি রংপুরে উন্নয়ন করি এটা তারা চান না । তাই তারা নানান ভাবে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমার সাথে আল্লাহ আছেন , আমার দেশের জনগণ ও
রংপুরে মানুষ আছে আমি এসব ভয় করি না।
আজ রংপুরের পল্লীনিবাসে এক জরুরী সংবাদ
সম্মেলনে এসব কথা বলেন, রংপুর-৩ সদর
আসনের মাননীয় সংসদ সদস্য ও পল্লীবন্ধু এরশাদ পুত্র, রাহাগির আল মাহি সাদ এরশাদ।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন স্ত্রী মাহিমা
সাদ এরশাদ।
সাদ এরশাদ এমপি আরও বলেন, এ বিষয়ে আমি মাননীয় বিরোধী দলীয় নেত্রী আমার মা
বেগম রওশন এরশাদ এমপি সহ পার্টির শীর্ষ নেতাদেরকে অবগত করেছি। এমন কি প্রধানমন্ত্রী ও এ বিষয়ে অবগত আছেন।
এ সবকথা বলে তিনি বলেন, কি হয়েছে তা
এখন আমার স্ত্রী আপনাদের জানাবে । তবে
সাদ এরশাদের দাবি অবৈধ ডিও লেটারে সাক্ষর না দেয়ার কারণে এ হামলার ঘটনা ঘটে। ”
এ বিষয়ে মাহিমা এরশাদ বলেন, গতকাল যে সময় ঘটনা ঘটেছে সেসময়ে আমি সাদ এর পাশে বসে ছিলাম । একজন ব্যক্তি সাদের কাছে অবৈধ ডিও লেটারে সাক্ষর করার জন্য বলেন কিন্তু সাদ ঐ ডিও লেটারে সাক্ষর দিতে না চাওয়াতে ওই ব্যক্তি উচ্চস্বরে কথা বলতে থাকেন । তখন আমি ওনাকে বলি আপনি এভাবে কেন কথা বলছেন , এ কথা বলতেই আমাকে বলেন আপনি কে ? এরপর আমাকে’ আমার মা’ তুলে গালিগালাজ করতে শুরু করে । একপর্যায়ে সে চড়াও হয়ে আমার আর আমার স্বামীর ওপর হঠাৎ করে হামলা করে। এখানকার সব চেয়ার টেবিল ভেঙ্গে ফেলেছে। পরে থানায় ফোন দিলে সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে তাকে নিয়ে যায়।
তিনি আরো বলেন, আমি একজন সাবেক রাষ্ট্রপতি, বিরোধী দলীয় নেত্রীর পুত্রবধূ তারা আমাকে সম্মান তো করেই নি। বরং আমাকে
অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। আমার উপর হামলা চালিয়েছে। স্থানীয় দলীয় নেতা-
কর্মীরা এর কোনো প্রতিবাদ করেনি। বরং তারা আমাদের বিরোধিতা করে মিছিল- মিটিং করে বেড়াচ্ছে। তাই আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের উপরে এই ধরনের জঘন্য হামলার ঘটনার সত্যতা যাচাই করে প্রকৃত হামলাকারীদের কে আইনের আওতায় এনে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D