সিলেট ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২০
মামুন চৌধুরীঃ কানাইঘাট উপজেলার রাজাগন্জ ইউনিয়নের পল্লিতে ডাকাত দল হানা দেয় ঈদের দিন দিবাগত রাত। ডাকাতরা ঘরের লোকজনদের দেশীয় অস্ত্রেরমূখে জিম্মি করে স্বর্ণলংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর খবর পেযে পুলিশ সুপারের নির্দেশে সাড়াশি অভিযানে নামে কানাইঘাট থানা পুলিশ। সফলতা পায় ২৪ ঘন্টার মধ্য। আটক করা হয় আন্তজেলা ডাকাতদলের সদস্যদের। উদ্ধার করা হয় মালামাল। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপি এমের নেতৃত্বে সংগীয় ফোর্স এই অভিযান পরিচালনা করে আন্তজেলা ডাকাতদল সদস্য আলী, আব্দুল লতিফ ও আব্দুর রহমানকে কানাইঘাট থানার পারকুল ও তালবাড়ী এলাকা থেকে আটক করা হয়। তাদের তথ্যমত স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধারকরা হয়। পুলিশ জানায় এই ডাকাত দলের সাথে সিলেট মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলার ডাকাতদের যোগাযোগ রয়েছে। অন্যান্য ডাকাতির ঘটনায় তারা জড়িত আছে করে না তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যান্য ডাকাতদের আটক করতে অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D