কড়া প্রতিক্রিয়া দিল অল ইন্ডিয়া মুসলিমবোর্ড (এআইএমপিএলবি)।

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০

কড়া প্রতিক্রিয়া দিল  অল ইন্ডিয়া মুসলিমবোর্ড (এআইএমপিএলবি)।

অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। তুরস্কের আয়া সোফিয়া মসজিদের উদাহরণ টেনে ল বোর্ড জানিয়েছে, বাবরি মসজিদ ছিল, মসজিদই থাকবে। একই সঙ্গে সংখ্যাগুরুকে ‘তোষণ’ করতেই এই বিচার বলেও তোপ দেগেছে এআইএমপিএলবি। একই সুর শোনা গিয়েছে অল ইন্ডিয়া মসলিস ই ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নেতা আসাদুদ্দিন ওয়েইসির গলাতেও।

এআইএমপিএলবি নিজেদের টুইটার হ্যান্ডেলে লিখেছে, ‘‘#বাবরি মসজিদ ছিল এবং সর্বদা মসজিদই থাকবে। #আইয়া সোফিয়া আমাদের কাছে একটা বড় উদাহরণ। অন্যায় ভাবে, পীড়ন, লজ্জাজনক ভাবে এবং সংখ্যাগুরুকে তোষণের জন্য বিচারের মাধ্যমে জমি করায়ত্ত করা হলেও তার অবস্থার পরিবর্তন হয় না। মন ভেঙে যাওয়ার মতো কিছু হয়নি। পরিস্থিতি সর্বদা একরকম থাকে না। #এটাই রাজনীতি।’’ প্রসঙ্গত কিছু দিন আগেই তুরস্কের আইয়া সোফিয়া নামে জাদুঘরকে মসজিদ হিসাবে রূপ দেয় তুরস্কের সরকার। সেই উদাহরণই এ দিন তুলে ধরেছে এআইএমপিএলবি।

এ সংক্রান্ত আরও সংবাদ