আরব ব্লক হতে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান,

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০

আরব ব্লক হতে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান,

কাশ্মির ইস্যুতে নিরবতার জন্য আরব ব্লক হতে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান!!

খবরে বলা হয়েছে, আরব দেশগুলি যদি কাশ্মীরের সমস্যা উপস্থান না করে তবে পাকিস্তান সৌদি আরব এবং অন্যান্য ওআইসির দেশগুলিকে আরব ব্লক থেকে সরে যাবে এবং একটি নতুন ব্লক গঠনের হুমকি দিয়েছে।
শাহ মেহমুদ কুরেশির মতে, সরকার আরব দেশগুলিকে আন্তর্জাতিক পর্যায়ে কাশ্মীর ইস্যুতে আওয়াজ তুলতে বেশ কয়েকবার বলেছে তবে তারা তাতে বিলম্ব অব্যাহত রেখেছে।
এখন, ওআইসি দেশগুলি যদি আন্তর্জাতিক ফোরামে এ বিষয়ে কথা না বলে, পাকিস্তান ওআইসি ব্লক থেকে দূরে সরে যাবে এবং কাশ্মিরের কারণে ইতিমধ্যে পাকিস্তানকে সমর্থনকারী দেশগুলির সাথে একটি নতুন ব্লক তৈরি করবে।
উল্লেখ্য, পাকিস্তান ওআইসির একমাত্র পরমাণু শক্তিধর দেশ।

এ সংক্রান্ত আরও সংবাদ