লিবিয়া সফরে মাল্টা ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০

লিবিয়া সফরে মাল্টা ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

মাল্টার পররাষ্ট্রমন্ত্রীকে সাথে নিয়ে লিবিয়া সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

লিবিয়া সফরে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। বৃহস্পতিবার মাল্টার পররাষ্ট্রমন্ত্রীকে সাথে নিয়ে তুরস্ক থেকে লিবিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি।

এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাল্টার পররাষ্ট্রমন্ত্রী এভারিস্ট বার্তোলোকে সাথে নিয়ে লিবিয়া সফরে করবেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। সফরের সময় তুরস্ক, মাল্টা ও লিবিয়ার যৌথ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হবে বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।

উত্তর আফ্রিকার দেশ লিবিয়া ও ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টার মধ্যে দূরত্ব প্রায় ৩৫৭ কিলোমিটার বা ২২২ মাইল।

এর আগে দ্বিপক্ষীয় সফরে বুধবার মাল্টা সফরে যান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। সেখানে এক সংবাদ সম্মেলনে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। লিবিয়ার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে বৃহস্পতিবার মাল্টায় ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলের সাথে বৈঠক করবেন কাভুসোগলু। বৈঠকে তুরস্ক-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা করবেন তিনি। সূত্র : ইয়েনি সাফাক

এ সংক্রান্ত আরও সংবাদ