জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে কানাইঘাটে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০

জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে কানাইঘাটে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় জাতীয় শোক দিবস শোকাবহ পরিবেশে পালনের লক্ষ্যে বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ সভাপতি জামাল উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদ, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোপাল সূত্রধর সহ আরো অনেকে।
সভায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করা হয়। সিন্ধান্ত অনুযায়ী ঐদিন সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী, সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্ত্বরে নতুন প্রশাসনিক ভবনের পাশে রাখা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ, শ্রদ্ধা নিবেদন পরবর্তী উপজেলা সম্মেলন কক্ষে শোক দিবসের আলোচনা সভা, বাঁধ যোহর সকল মসজিদে মিলাদ, দোয়া মাহফিল ও অন্যান্য ধর্মালম্বীদের উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং দিন ব্যাপী বঙ্গবন্ধুর উপর নির্মিত ডকুমেন্টারী চলচিত্র প্রদর্শনের করা হবে। এ সকল অনুষ্ঠানমালা স্বাস্থ্য বিধি মেনে করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ