করোনায় ছাতকে ১জন মারা গেছেন

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

করোনায় ছাতকে ১জন মারা গেছেন

ছাতক প্রতিনিধি:ছাতকে করোনাভাইরাসে আক্রান্ত এক জন মারা গেছেন।নিহত ব্যক্তি  ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-ছড়ারপাড় এলাকার বাসিন্দা।শনিবার সকালে তিনি নিজ বাড়িতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। গত বৃহস্পতিবার (৪ জুন) তার করোনা পজিটিভ শনাক্ত হয়।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ৫ জুন করোনা উপসর্গ নিয়ে তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠানো হয়। নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় শনিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ছাতকে তিন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV