আমেরিকা তুরস্ককে ব্লাকহক হেলিকপ্টারের প্রযুক্তি দিয়েছে।

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

আমেরিকা তুরস্ককে ব্লাকহক হেলিকপ্টারের প্রযুক্তি দিয়েছে।

২০১৬ সালে তুরস্ক ৩.৫ বিলিয়ন ডলারের বিনিময়ে এই চুক্তি করে।চুক্তিমতে তুরস্ক অন্য দেশেও এই হেলিকপ্টার বিক্রি করতে পারবে। ইতোমধ্যে তুর্কি আজারবাইজান সহ বেশ কয়েকটি দেশের সাথে এই কপ্টার বিক্রির ব্যাপারে কথা বলেছে।তুর্কি থাই বা তুর্কিস এরোস্পেস ইন্ডাস্ট্রির মাধ্যমে মোট ৬০০টি কপ্টার তৈরী করবে।যার মধ্যে নিজেদের জন্য ৩০০টি এবং আর ৩০০টি বিক্রি করবে।

অর্ডারের সংখ্যা বাড়লে হেলিকপ্টারের সংখ্যা বাড়তে পারে।আগামী বিশ বছরের মধ্যে তুর্কি এই প্রজেক্ট থেকে ১.৪ বিলিয়ন ডলার আয় করবে। তুর্কিস মডেলটার নাম হবে টি-৭০।এটি প্রচালিত ব্লাকহক গুলো থেকে আরে আপডেট এবং এগুলোতে তুর্কি এভিনোক্স,তুর্কি মিশন কম্পিউটার থাকবে। আরেকটি বিষয় হচ্ছে তুর্কি জেনারেল ডাইনামিকস থেকে ইন্জিনে লাইসেন্স সহ কিনেছে। ফলে অবরোধ দিলেও তাদের ইন্জিনের পার্টস জাতীয় কোন সমস্যা হবে না।

এ সংক্রান্ত আরও সংবাদ