সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২০
আজকে আমরা শোকার্ত এবং ভীষণ লজ্জিত
সেদিন গোটা বাঙালি জাতি যেন হয়েছিল কলুষিত
কতিপয় বিপথগামী দানবের নারকীয় তাণ্ডবে।
আজিকার এই দিনে
পঁচাত্তরের শোকাবহ আগস্ট
আমরা ব্যথিত সবাই শোক সন্তপ্ত হৃদয়ে
বঙ্গবন্ধুর স্বপরিবারে অকাল প্রয়াণ স্মরণে।
আমরা তাই পড়েছি কালো ব্যাজ
আমরা ধিক্কার জানাই নিন্দা জ্ঞাপন করি
এমন গর্হিত কর্মের,
আমরা ভীষণ শোকার্ত
পনেরই আগষ্টের
এমন নৃশংসতম বর্বরতম হত্যাকাণ্ডের।
আমরা বিচার চাই অনতিবিলম্বে
দেশের শত্রু যারা সারা জীবন ধরে
যারা আজও তৎপর দেশদ্রোহী কর্মকাণ্ডে
পঁচাত্তরের ঘৃণিত সেই সব নরপিশাচের অপছায়া
যেন বিতাড়িত হয় এদেশ থেকে চিরতরে।
আমরা প্রার্থনা করি স্রষ্টার দরবারে
বঙ্গবন্ধু যেন শহীদের মর্যাদা লাভ করে
আমরা প্রার্থনা করি যেন বিচার হয়
সকল অপরাধি দেশদ্রোহী বঙ্গবন্ধুর খুনির
আমরা প্রার্থনা করি
বঙ্গবন্ধুর বহুলালিত স্বপ্ন সোনার বাংলাদেশ
আমরা সবাই মিলে যেন গড়তে পারি।
(দৈনিক সিলেটের দিনরাত:
ফয়সল আহমদ)
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D