বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালানো হচ্ছে, সতর্ক করলো কলকাতার ডেপুটি হাই কমিশন

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালানো হচ্ছে, সতর্ক করলো কলকাতার ডেপুটি হাই কমিশন

ভারতের উত্তরপূর্বাঞ্চলের কিছু ওয়েব পোর্টালে বাংলাদেশের বিরুদ্ধে অপ্রচার চালানো হচ্ছে বলে সর্তক করেছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন। এক প্রেস বিজ্ঞপ্তিতে ডেপুটি হাই কমিশন এসব পোর্টালে প্রচারিত মিথ্যা সংবাদ থেকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছে।

১৪ই আগস্টের এই প্রেস রিলিজে বলা হয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলভিত্তিক কিছু পোর্টালে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও উপদেষ্টা পরিষদের সদস্য, সামরিক ও নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন আর্টিকেল প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ফটোশপ করা ছবিও প্রকাশিত হয়েছে।

প্রেস রিলিজে বলা হয়, আমরা জানতে পেরেছি যে, দ্য ইস্টার্নলিংক.কম, লুকইস্ট.ইন ও এনইনাউ.ইন নামে ওই পোর্টালগুলো একজন অসৎ সাংবাদিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিচালনা করেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ওই পোর্টালগুলোতে বাংলাদেশের সামরিক ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও উস্কানিমূলক তথ্য প্রচার করা হয়েছে। এসব পোর্টালে প্রচারিত মিথ্যা তথ্য উপেক্ষা করার জন্যও সকলকে আহ্বান জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

Source টিবিএস

এ সংক্রান্ত আরও সংবাদ