সিলেট ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২০
দিনরাত সংবাদ
২০০৫ সালের ১৭ আাগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টায় সিলেট জেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, সিরিজ বোমা হামলার মতো ঘৃণ্যতম ঘটনা বাংলার জমিনে আর ঘটেনি। ২০০৫ সালের সিরিজ বোমা হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে এক যোগে এ হামলা চালানো হয়।
তিনি বলেন, বিএনপি-জামাতের পৃষ্টপোষকতায় দেশে জঙ্গিবাদের উত্থান হয়। তারা দেশকে, দেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়। তা আর হবে না। এখন মানুষ সচেতন। বিএনপি-জামাতের জঙ্গিবাদকে মানুষ প্রত্যাখান করেছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাইদ আলী, মোহাম্মদ আলী দুলাল, সাইফুল আলম রুহেল, কবির উদ্দিন আহমদ, হাজি ফারুক আহমদ, অ্যাডভোকেট রনজিত সরকার, এমাদ উদ্দিন মানিক, ডা. আরমান আহমদ শিপলু, মো. আবদাল মিয়া, সাহিদুর রহমান শাহিন, আজমল আলী, হাজি মইনুল ইসলাম, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, অ্যাডভোকেট নুরে আলম সিরাজি, জেলা আওয়ামী লীগ নেতা শমসের জামাল, বোরহান উদ্দিন, মজির উদ্দিন, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, কৃষকলীগের সভাপতি অধ্যক্ষ সামসুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট সালমা সুলতানা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসর আজিজ, জেলা তাতী লীগের আহবায়ক মো. আলমগীর হোসেন, সদস্য সচিব সুজন দেবনাথ, জেলা পরিষদ সদস্য মো. শাহনুর, মতিউর রহমান মতি।
আরও উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট মনসুর রশীদ, তপন চন্দ্র পাল, অ্যাডভোকেট মোস্তফা শাহিন, আনোয়ার আলী, সেলিম উদ্দিন, সাইফুর রহমান খোকন, মনিরুজ্জামান সেলিম, শোয়েব আহমদ চৌধুরী, সুহেল আহমদ সাহেল, গোলাম কিবরিয়া মাসুক, এমদাদ রহমান, এম নিজাম উদ্দিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D