সিলেট ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০
এ বিষয়ে সরেজমিনে খোজ নিয়ে এবং ফুলেরতল বাজার বনিক সমিতির সভাপতি আবুল হোসেন ও সেক্রেটারী হেলাল খান স্মাক্ষরিত প্রত্যয়ন এবং দোকানের সিসি ক্যামেরার ফুটেজ হতে দেখা যায়, ঘটনার সময় সকাল ৯টা হতে ১১.২০ ঘটিকা পর্যন্ত পুলিশের হাতে আটককৃত সাইফুল সিদ্দিকী বরমচাল বাজারস্থ জারা ইলেকট্রনিক্সে কর্মরত ছিলেন। অথচ পুলশ তাকে আটক করে মামলার প্রধান আসামী সাজিয়ে কোর্টে চালান করেন।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বিবাদীগণের দ্বারা একই কায়দায় পরিকল্পিত হামলার স্বীকার হয়েছিলেন সাইফুল সিদ্দিকী ও তার পরিবার। ঐদিনই সেলিনা বেগম ও তার পরিবারের সদস্যদের আসামী করে কুলাউড়া থানায় অভিযোগও দিয়েছিলেন সাইফুল সিদ্দিকী। কিন্তু তার অভিযোগকে পুলিশ গুরুত্ব না দিয়ে ঘটনার ২৫দিন পর ৯মে তারিখে সেলিনা বেগমের মিথ্যা অভিযোগকেই মামলা হিসেবে রেকর্ড করে কুলাউড়া থানা। সেলিনা বেগমের ঐ মামলার ঘটনার তারিখ ঐ ১৫ মে, কিন্তু মামলায় দাখিলকৃত চিকিৎসা সনদ অনুযায়ী তিনি হাসপাতালে চিকিৎসা গ্রহন করেছেন ২৩দিন পর ৭ মে তারিখে। এছাড়া গত ১০জুন তারিখে বিবাদীগণের দ্বারা আরো এক দফা হামলা নির্যাতনের স্বীকার হয়েছেন সাইফুল সিদ্দেকী ও সোহেল মিয়ার পরিবার। সাইফুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে কুলাউড়া থানায় অভিযোগও দিয়েছিলেন।
এ বিষয়ে নির্যাতিত সাইফুল সিদ্দেকী বলেন, বিবাদীদের হামলায় প্রায় মরনাপন্ন স্ত্রীর চিকিৎসা করানোর সুযোগ না দিয়ে দারগা রফিক আমাকে হাসপাতাল হতে আটক করে মিথ্যা মামলায় কোর্টে চালান করেছিলো। আমার প্রতিপক্ষের অভিযোগ পেলেই সেটিকে মামলা রেকর্ড করে আমাদের দৌড়ানু শুরু করে কিন্তু আমার কোন অভিযোগকেই পাত্তা দেয়নি পুলিশ। পুরুষ শুন্য বাড়ীতে আমার মেয়েটিও পুলিশী হয়রানী হতে রেহাই পায়নি। এক কথায় পুলিশই এখন আমাদের প্রধান প্রতিপক্ষ। আমি মৌলভীবাজার পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করেছি। ইয়ারদৌস হাসান জানান,উভয় পরিবার একই পরিবারভুক্ত।
ঘটনা বিষয়ে বিবাদী সেলিনা বেগকে মুটো ফোনে কল দিলে তার মেয়ে ছামিয়া বেগম কল রিসিভ করে তার মা অসুস্থ এবং কথা বলতে অপারগ বলে জানান। পরে ছামিয়া বেগম বলেন, সাইফুল ও তার পরিবারের সদস্যরা কয়েক দফা তাদের উপর নির্যাতন চালিয়ে তাদের মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়েছে। বর্তমানে সাইফুলদের ভয়ে আমরা বাড়ী ছেড়ে নানা বাড়ী অবস্থান করছি।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D