সিলেট ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২০
দিনরাত সংবাদ: ঢাকা-১৮ আসনে উপনির্বাচন ঘিরে আলোচনায় ডাকসুর সদ্য বিদায়ী ভিপি নুরুল হক নুর ও গণ জাগরণ মঞ্চের নেত্রী লাকি আক্তার।
নুরের দাবি স্থানীয় বিএনপি এমনকি আওয়ামী লীগের নেতারাও তাকে নির্বাচনে লড়তে উদ্বুদ্ধ করছেন। ১৮ ছাড়া ঢাকা-৫ সংসদীয় আসনেও নুর প্রার্থী করতে চান কোটা সংস্কার আন্দোলনের অন্য কোন নেতাকে। লাকি বলছেন, তার দল কমিউনিস্ট পার্টি উত্তরার আসনটির উপ নির্বাচনে তার কথা ভাবছে, তবে তা চূড়ান্ত নয়।
আওয়ামী লীগের প্রবীণ নেতা সাহারা খাতুনরে মৃত্যুতে শুন্য ঘোষিত হয় ঢাকার ১৮ আসন। নানা কারনে আলোচিত ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক বলছেন, স্থানীয়েদর অনুরোধে এই আসনের উপনির্বাচনে অংশগ্রহন করবেন তিনি। তিনি আরও বলেন,’এই ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আমরা খুব জোরে সোরে একটা ভূমিকা রাখতে পারি কিনা। আমি যেহেতু উত্তরাতে থেকেছি। তাই অনেকের পরামর্শ আমি যদি ঢাকা ১৮ আসন থেকে নির্বাচন করি, সে ক্ষেত্রে ওই এলাকার যারা আছেন তারাও আমাদের সঙ্গে থাকবেন।’কোন দল বা জোটের হয়ে নির্বাচনে অংশ নেবেন না তিনি। তবে আ.লীগ ও বিএনপির অনেকেই তার পক্ষে ভোটের মাঠে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন। নুরুল হক আরও বলেন,’আওয়ামী লীগ বা বিএনপি দু্টি বড় দল। তারা একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল বা আছে। তাদের লাখ-লাখ কোটি-কোটি সমর্থক আছে। কিন্তু আমি তাদের দলের হয়ে সরাসরি নির্বাচন করবো না। এমনকি আওয়ামী ও বিএনপি’র অনেক নেতারা আশ্বাস দিয়েছেন, আমি যদি নির্বাচন করি তবে তারা আমার হয়ে কাজ করবেন।’
এদিকে ঢাকা- ১৮ আসনটি প্রার্থী হিসেবে আলোচনায় গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যা বলে পরিচিত লাকি আক্তারও। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য লাকি আক্তার বলেন,’ঢাকা-১৮ আসন থেকে কমিউনিস্ট পার্টি নির্বাচন করবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা চলছে।’
সুত্র:DBC NEWS
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D