সিলেট ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২০
দিনরাত সংবাদ: করোনা ভাইরাসের সংক্রমণ কমে পরিস্থিতি অনুকূলে এলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আকরাম-আল-হোসেন বলেছেন, ‘সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।’
গতকাল রবিবার একটি ভার্চুয়াল অনুষ্ঠানে মন্ত্রী এবং সচিবালয়ে সাংবাদিকদের সচিব এসব কথা বলেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত ওই ভার্চুয়াল আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘একটা কথাই বলতে চাই, চলমান পরিস্থিতিতে ভবিষ্যৎ যেমন তোমাদের ঝুঁকিপূর্ণ, তেমনি জীবনও কিন্তু ঝুঁকিপূর্ণ। জীবন না থাকলে ভবিষ্যৎ গড়বে কেমনে?
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করছেন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রী খুবই চিন্তিত। তাই এই সময় শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলায় যে বিএনপি জড়িত, তা দিবালোকের মতো সত্য, ধামাচাপা দিয়ে পার পাবে না কেউ। বিএনপি ২১ আগস্টের গ্রেনেড হামলায় উটপাখির মতো মুখ বালুতে লুকিয়ে রাখলেও সত্য কখনো মিথ্যা হবে না। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে যা বলেছেন তা সত্য ও স্পষ্ট। সত্য কথা বললেই বিএনপির গাত্রদাহ হয়।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম প্রমুখ।।
অন্যদিকে সচিবালয়ে সচিব মো. আকরাম-আল-হোসেন সাংবাদিকদের আরো বলেন, ‘সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে করোনার কারণে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা না নেওয়ার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া স্কুল খুললে কিভাবে পরীক্ষা নেওয়া হবে, কিভাবে ক্লাস হবে সে ব্যাপারে নীতিমালা প্রস্তুত করা হচ্ছে।’
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D