সিলেট ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০
দিনরাত সংবাদ: একটি বিজ্ঞাপনের মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু হয়েছিল বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার। এরপর তামিল চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। ধারাবাহিকভাবে বেশকিছু ছবিতে অভিনয় করে তামিলের জনপ্রিয় নায়িকায় পরিণত হন। এরপর বলিউডে অভিষেক হয় তার। ‘হিম্মতওয়ালা’ ছিল তার প্রথম বলিউড ছবি। এ ছবিতে তামান্নার অভিনয় ও গ্ল্যামার দর্শকদেন নজর কাড়ে। এরপর বেশকিছু ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। তবে সর্বাধিক সাফল্য পান ‘বাহুবলি’ এবং ‘বাহুবলি টু’ ছবিতে অভিনয় করে।
প্রভাসের নায়িকা হিসেবে এ ছবির মাধ্যমে ব্যাপকভাবে সমাদৃত হন তামান্না। এরপর চাহিদা ও ব্যস্ততা বেড়ে যায় তার। একের পর এক ছবিতে অভিনয় করতে থাকেন। করোনা পরিস্থিতির আগ পর্যন্ত তিনি ব্যস্ত ছিলেন শুটিং নিয়ে। নতুন চমক নিয়ে এবার হাজির হচ্ছেন তিনি। বলিউডের গুণী অভিনেতা নওয়াজউদ্দিনের নায়িকা হয়ে আসছেন তিনি। ছবির নাম ‘বোলে চুড়িয়া’ শীর্ষক ছবিতে একসঙ্গে অভিনয় করছেন তারা। করোনার আগেই এর শুটিং শুরু হয়েছিল। আরো কিছু কাজ বাকি আছে। আগামী মাস থেকেই স্বাস্থ্যবিধি মেনে এ ছবির শুটিং ফের শুরুর কথা জানিয়েছেন পরিচালক সামাস নওয়াব সিদ্দিকী। তামান্না বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, অপেক্ষায় ছিলাম এ ছবির শুটিং শুরুর। এবার অপেক্ষার অবসান হচ্ছে। নওয়াজউদ্দিন সিদ্দিকী অত্যন্ত উঁচু মানের অভিনেতা। তার সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। খুব শিগগিরই আবার শুটিং শুরু হচ্ছে। আশা করছি ছবির বাকি শুটিংও আমরা দ্রুতই শেষ করতে পারবো। আমি ছবিটি নিয়ে দারুণ আশাবাদী। কারণ এখানে এমন একটি চরিত্রে কাজ করছি যেখানে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণের সুযোগ রয়েছে। এই সুযোগটি আমি সর্বোচ্চ কাজে লাগাতে চাই। এ কারণে লকডাউনে আমি প্রস্তুতিও নিয়েছি আলাদাভাবে। নিজের সেরাটাই এই ছবিতে দিতে চাই আমি। ‘বোলে চুড়িয়া’ সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D