সিলেট ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০
দিনরাত সংবাদ:
বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি দলই চা বাগানের শ্রমিকদের ন্যায়সঙ্গত আন্দোলনে সংহতি প্রকাশ করেছে। অসহায় শ্রমিকদের আর্থিক সহযোগিতার জন্য সিলেট, হবিগঞ্জের বিভিন্ন চা বাগানের সাধারণ শ্রমিকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ৬ হাজার টাকা আন্দোলন তহবিলে প্রদান করেছে।রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ এই অর্থ হস্তান্তর করেন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা কমরেড উজ্জল রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল ইসলাম, চা শ্রমিক ফেডারেশনের সিলেট জেলার সংগঠক বীরেন সিং,অজিত রায়,হবিগঞ্জ জেলার সংগঠক সাধন কালিন্দি।উপস্থিত ছিলেন চা শ্রমিক ছাত্র যুব মঞ্চের সদস্য মুখেশ কর্মকার। দলই চা বাগানের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লছমি ভর,শুভাবতি ভর,রাজিব আলি,ফরিদ আলি,খোদেজা বেগম, ফাতেমা বেগম, সুদীপ্ত ভর প্রমুখ।এসময় নেতৃবৃন্দ বলেন, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভারতের সীমান্তবর্তী দলই চা বাগান দীর্ঘ প্রায় ১ মাস ৩ দিন ধরে বন্ধ। শ্রমিকের সাথে দূর্ব্যহারের প্রতিবাদ করায় মালিকপক্ষ সম্পূর্ণ অযৌক্তিকভাবে বাগান বন্ধ করে দেয়। এ সময়ে সকল মজুরি ও রেশন বন্ধ। অনাহারে অর্ধাহারে কাটছে শ্রমিকের জীবন। করোনার ঝুঁকিতেও শ্রমিকরা কাজ করেছে অথচ শুধু অন্যায়ের প্রতিবাদ করায় তাদের প্রতি এ আচরণ। তারপর ও শ্রমিকরা লড়ছে এটাই আশাবাদ।নেতৃবৃন্দ অবিলম্বে বাগান চালু, শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, সকল বকেয়া মজুরি প্রদান, রেশন প্রদান ও ব্যবস্থাপক আমিনুল ইসলামের প্রত্যাহারসহ শ্রমিকদের সকল দাবি মেনে নেয়ার জোর দাবি জানান।
(সংগ্রহীত)
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D