সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০
দিনরাত সংবাদ:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে নিখোঁজ হওয়া কলেজছাত্র স্বাক্ষর দেবের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৬টায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেবের ছেলে স্বাক্ষর । শ্রীমঙ্গল সরকারি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন স্বাক্ষর।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা গণমাধ্যমকে জানান, শনিবার বিকেল থেকে স্বাক্ষর নিখোঁজ ছিল। আমরা খবর পেয়ে তার মোবাইল ট্রেক করি। ফোন বন্ধ ছিল। সন্ধ্যা ৭টা ১২ মিনিটের দিকে তার লোকেশন ছিল গ্র্যান্ড সুলতানের আশেপাশে। রাত সোয়া ১১টার দিকে একটা লোকেশন পেলাম সিন্দুরখান রোডে শিববাড়ির সংলগ্ন কুমিল্লা পাড়ার দিকে।
(সংগ্রহীত)
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D