সিলেট ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০
দৈনিক দিনরাত: যশোরের শার্শার শিকারপুর সীমান্ত থেকে বাংলাদেশি অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ ভারতে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। সোমবার(৩১ আগস্ট) দুপুরে শার্শা সীমান্তের বিপরীতে ভারতের বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলিবিদ্ধ যুবকের লাশটি নিয়ে যায়।
স্থানীয় কৃষকরা বলেন, সকালে মাঠে কাজ করতে গিয়ে দেখতে পায় ভারত সীমান্তের তার কাটা বেড়ার পাশে অচেনা এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। কিছুক্ষন পরে বিজিবি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় বিএসএফ সদস্যরা যুবকের লাশ নিয়ে ভারতে চলে যায়।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)বদরুল আলম বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধারের জন্য গিয়েছিলাম কিন্তু লাশটি ভারতের অংশে পড়ে থাকায় বিএসএফ নিয়ে যায়। নিহত যুবক বাংলাদেশি না ভারতীয় সেটা এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।
ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সুবেদার শহীদ জানান, ভারতীয় বিএসএফ অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে নিয়ে গেছে। ভারত সীমান্তের মধ্যে এঘটনা ঘটায় আমরা নিহতের সম্পর্কে কিছু জানতে পারেনি।
সংগ্রহীত
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D