বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কানাইঘাট উপজেলা বিএনপির আলোচনা সভা

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কানাইঘাট উপজেলা বিএনপির আলোচনা সভা

মামুন চৌধুরী:

কানাইঘাট উপজেলা বিএনপির আয়োজনে ০১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় কানাইঘাটের ঝিংগাবাড়ী বোরহান উদ্দিন বাজারে বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা সম্পন্ন হয়।

কানাইঘাট উপজেলা বিএনপির আহবায়ক ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন এর সভাপতিত্বে ও কানাইঘাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাজ উদ্দিন সাজু এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিক আহমদ চৌধুরী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিথি সিলেট জেলা বিএনপির আহবায়ক মামুনুর রশিদ মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলমাছ চৌধুরী, মতিন শিকদার, মকবুল হোসেন, ইকবাল আহমদ, ফখরুল ইসলাম, আব্দুল মুহিত, বিএনপি নেতা জামাল উদ্দিন, মাওলানা কয়ছর আহমদ, আবুল হোসেন, তাজ উদ্দিন, হারুন রশীদ, রফিক মেম্বার এবং উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ