সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
দৈনিক দিনরাত:
অমৃত জ্যোতি(ধর্মপাশা,সুনামগঞ্জ)
্
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে । শনিবার বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালকুদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা প্রকৌশলী মো. আরিফ উল্লাহ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, এডভোকেট আব্দুল মজিদ, মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, কুতুব উদ্দিন তালুকদার,অমরেশ রায় চৌধুরী, প্রদীপ চন্দ্র সরকার, থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, জাকিরুল আজাদ মান্না (চেয়ারম্যান), যুবলীগ সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি প্রমূখ।
এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ১৮ হাজার ৯২৯ টাকা। বন্যা প্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ (তৃতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে মেমার্স অমল কান্তি চৌধুরী নামের ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ সম্পন্ন করবে।এছাড়াও মধ্যনগর উপজেলা বাস্তবায়ন প্রসঙ্গে তিনি প্রকাশ্যে তুলে ধরে বলেন অতি শিঘ্রই মধ্যনগর উপজেলা ঘোষনা নয় শুধু দ্রুততার সহিত বাস্তবায়ন হচ্ছে ও উন্নয়ন মুলক বিভিন্ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে দিকনির্দেশনা মুলক আলোচনা করেন, মধ্যনগর থানার সম্মুখে আওয়ামী লীগের কার্যালয়ে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D