সিলেট ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
দৈনিক দিনরাত
শফিকুল ইসলাম স্বাধীন
সুনামগঞ্জ তাহিরপুর প্রতিনিধি:
।
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে গত ৪ ই সেপ্টেম্বর ট্যাকেরঘাট স্মৃতি সৌধে সংগঠনের উপদেষ্টা ও সদস্যদের উপস্থিতিতে কেক কাটা ও মিষ্টি বিতরণের মাধ্যমে আরসিএর প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন করা হয় ।
তাহিরপুর উপজেলার সর্ব বৃহৎ সামাজিক ছাত্র সংগঠন রিজিওনাল কো-অপারেটিভ এসোসিয়েশন (RCA) ২০১১ সালের ৪ ই সেপ্টেম্বর সুনির্দিষ্ট ৬ টি উদ্দেশ্যকে সামনে রেখে গঠিত হয় ।
সমস্যার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি।
১.তাহিরপুরের মানুষের মধ্যে শিক্ষার হার বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করা।
২. বাল্যবিবাহ , বহুবিবাহ , যৌতুক , নারী নির্যাতন , শিশু নির্যাতন , এসিড সন্ত্রাস সহ বিভিন্ন প্রকার সামাজিক সমস্যার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এসব ক্ষেত্রে ন্যায় বিচারের স্বার্থে কাজ করার ।
৩. সামাজস্থ অসহায় ও প্রতিবন্ধী মানুষদের সার্বিক সহযোগিতা করা ।
৪. সকাল প্রকার ধর্মীয় , জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের উদ্যোগ গ্ৰহন করা ।
৫. মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এবং এদের আইনের আওতায় নিয়ে আসা ।
৬. পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীবন বৈচিত্র্য সংরক্ষণে সহায়ক ভূমিকা পালন করা ।
প্রতিষ্ঠাতার পর থেকে সংগঠনটি তার লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে ।
তাহিরপুর উপজেলায় মাদক নিয়ন্ত্রণ , বাল্য বিবাহ প্রতিরোধ , শিক্ষার প্রসার , অসহায়দের সহায়তা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম আর-সিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
গত ৪ ই সেপ্টেম্বর আর-সিএর প্রতিষ্ঠাতা বার্ষিকীতে সাধারণ আলোচনা সভায় ” আর-সিএ-এর মাদক বিরোধী পথযাত্রা ও মাদক ও বাংলাদেশ বর্ডার ক্রস করা নিয়ে জনসচেতনতা মূলক সাইনবোর্ড টানানোর বিষয়ে সিদ্ধান্ত গ্ৰহন করা হয় ” এবং খুব শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে এবং সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ এই প্রত্যাশা রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D