সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
দিনরাত সংবাদ :
দেশ কাঁপানো বিস্ফোরণের ঘটনার তদন্তে এবার গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে নারায়ণগঞ্জে। যে মর্মান্তিক বিস্ফোরণে ২৬ জন মানুষ প্রাণ হারায়। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রায় ৩৭ জন।
ফতুল্লার বাইতুল সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটিকে সহযোগিতার জন্য গণশুনানির আয়োজন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ গণশুনানি চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এর আগে গতকাল রোববার রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণশুনানির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ সেপ্টেম্বর ফতুল্লার তল্লা বাইতুল সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডে অনেকেই মৃত্যুবরণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরী ববিকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত অগ্নিকাণ্ডের বিষয়ে সহযোগিতার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ অফিস কক্ষে গণশুনানির আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D