সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
দিনরাত সংবাদঃ শাহপরান এলাকার একাধিক মামলার আসামী সাবেক ছাত্রদল নেতা ডালিম আহমদকে র্যাব গ্রেফতার করে শাহপরান থানায় প্রেরণ করেছে। আজ বিকেলে সাবেক এই ছাত্রদল ক্যাডার কে আটক করে র্যাব। শাহপরাণ থানাধীন এলাকার একটি সন্ত্রাসী হামলার ঘটনায় তাকে আটক করা হয়। গোপন সূত্রে জানা যায় সাবেক এই ছাত্রদল ক্যাডার গত কয়েক বছর থেকে স্থানীয় এক প্রভাবশালীর ছত্র ছায়ায় যুবলীগের পরিচয়ে আছেন। সুরমাগেইট এলাকার আধিপত্য নিতে আওয়ামী ধরনার রাজনীতিতে প্রবেশ করে এলাকায় বিভিন্ন হামলার ঘটনায় জড়ালে শাহপরান থানায় একাধিকবার মামলার আসামী হন ডালিম। অনেকটা অপ্রতিরোদ্ধ হওয়ায় ডালিমের অধিনে একটি গ্রুপ এলাকা নিয়ন্ত্রণ করছে।এমন অভিযোগ ও মামলার ভিত্তিতে ডালিমকে র্যাব আটক করলে এলাকায় স্বস্তি ফিরেছে। রাতে ডালিমকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D