সিলেট ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০
দৈনিক দিনরাত:
সিলেট শহরতলীর শাহপরাণ এলাকায় বসবাসরত জনৈক ঠিকাদার আজিমের বাসায় কানাইঘাটের হতদরিদ্র পরিবারের এক কিশোরী মেয়েকে কাজ করতে দিয়ে ১৫ দিন ধরে মেয়ের কোন সন্ধান পাচ্ছেন না তার মা ও পরিবারের লোকজন। কানাইঘাট পৌরসভার নয়াখলা গ্রামের মৃত আব্দুন নুরের স্ত্রী দরিদ্র রশনা বেগম কান্না জড়িত কণ্ঠে জানান অনুমানিক ৮ মাস পূর্বে শাহপরাণ এলাকায় বসবাসরত ঠিকাদার আজিম তার বাসায় কাজ করার জন্য তার মেয়ে লায়লী বেগম (১৬)কে মাসিক ২ হাজার টাকা বেতনে নিয়া যান। সব সময় মেয়ের সাথে মোবাইল ফোনে রশনা বেগম যোগাযোগ রাখতেন। অনুমান ১৫ দিন পূর্ব থেকে মেয়ে লায়লী বেগমের সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করার পরও তার সাথে তিনি কথা বলতে পারেননি। বাসার মালিক আজিম ফোনে তাকে বলেন লায়লী তার এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছে সে ভালো আছে কোন চিন্তা করবেন না। কিন্তু মেয়ের সাথে এভাবে কয়েকদিন ফোনে কথা বলতে না পেরে মা রশনা বেগমের সন্দেহের সৃষ্টি হলে গত রবিবার তার ছেলেকে নিয়ে আজিমের শাহপরাণের বাসায় মেয়েকে দেখতে যান। তার দাবী বাসার মালিক আজিম তাদেরকে বাসায় ঢুকতে না দিলে মা রশনা মেয়েকে দেখার জন্য কান্নাকাটি শুরু করলে বাসার মালিক আজিম তাকে বলেন লায়লী বেগম কোথায় চলে গেছে বলে বাসা থেকে তাদেরকে তাড়িয়ে দেন। মেয়ের কোন সন্ধান না পেয়ে পরদিন রবিবার রশনা বেগম শাহপরাণ মডেল থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তার অভিযোগ নেয়নি বলে জানান। কানাইঘাটে বাসায় গৃহকর্মীর কাজ করে সংসার চালানো বিধবা হতদরিদ্র রশনা বেগম তার মেয়েকে ফিরে পেতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D