সিলেট-তামাবিল মহাসড়ক উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন ॥ প্রধানমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও যোগাযোগমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে সিলেট চেম্বারের কৃতজ্ঞতা

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

সিলেট-তামাবিল মহাসড়ক উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন ॥ প্রধানমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও যোগাযোগমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে সিলেট চেম্বারের কৃতজ্ঞতা

সিলেটকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পটি একনেকে অনুমোদন দেয়ার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী, যোগাযোগমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব। সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পর্যটন বিকাশ এবং তামাবিল স্থলবন্দর, সিলেটের অর্থনৈতিক অঞ্চলে যাতায়াত সহজ করার লক্ষ্যে সিলেট চেম্বার দীর্ঘদিন যাবৎ এ দাবী জানিয়ে আসছে। চেম্বার সভাপতি বলেন সিলেট চেম্বার সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে ১৯৬৬ সাল থেকে এতদাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিল্প ও পর্যটন খাতের খাতের উন্নয়ন, ব্যবসায়ীদের দাবী-দাওয়া সরকারের বিভিন্ন পর্যায়ে উপস্থাপন এবং ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নীতিমালা প্রণয়নে সরকারকে সহযোগিতা করে আসছে। অর্থনৈতিক খাতে অপার সম্ভাবনাময় সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সিলেট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সিলেট-তামাবিল মহাসড়কের কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সিলেট চেম্বার বারবার দাবী জানিয়ে আসছে। মুজিববর্ষের উপহারস্বরূপ গত মঙ্গলবার সিলেট-তামাবিল মহাসড়ককে পৃথক এসএমভিটি লেনসহ ৪ লেনে উন্নীতকরণের জন্য একনেকে ৩ হাজার ৫৮৬ কোটি ৪ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে সিলেট চেম্বার অব কমার্স ও সিলেটবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানীকৃত কয়লা, পাথর, চুনাপাথর ইত্যাদি সারাদেশে পরিবহন, সিলেট থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে রপ্তানী বৃদ্ধি, সিলেট অর্থনৈতিক অঞ্চল ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে যাতায়াত সহজতরকরণ, জনাসাধারণের ভোগান্তি লাঘবকরণ ও পর্যটকদের সুবিধার্থে এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবী জানাচ্ছি। তাছাড়া সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঢাকা-সিলেট মহাসড়ককের ৪ লেনে রূপান্তরের কাজ ও এয়ারপোর্ট-বাদাঘাট-তেমুখি সড়ক সম্প্রসারণের কাজ দ্রুততম সময়ে বাস্তবায়নের জন্য সিলেট চেম্বারের পক্ষ থেকে দাবী জানাচ্ছি। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ