কানাইঘাটের মুরব্বী বশির উদ্দিনের মাতা-পিতা স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

কানাইঘাটের মুরব্বী বশির উদ্দিনের মাতা-পিতা স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট পৌরসভার মহেশপুর গ্রামের মুরব্বী বশির উদ্দিনের মরহুম মাতা ও পিতার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বাদ যোহর বশির উদ্দিনের নিজ বাড়িতে মিলাদ, দোয়া মাহফিল ও শিরনি বিতরণের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার মুহাদ্দিস মাও. শামছুদ্দিন দুর্লভপুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল্লাহ শাকির, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি হাজী আলতাফ হোসেন, পৌর কাউন্সিলর শাহাব উদ্দিন, দারুল মাদ্রাসার শিক্ষক মাও. নজির আহমদ, মাও. আসআদ উদ্দিন, সমাজকর্মী বদরুল আলম লাবু, রুমান সিদ্দিকী সহ অর্ধ শতাধিক আলেম উলামা। মিলাদ পরবর্তী দোয়া মাহফিলে বশির উদ্দিনের পিতা মরহুম ইয়াছিন আলী ও মাতা যতাই বিবির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাও. শামসুদ্দিন দুর্লভপুরী।