সিলেট ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০
কামরান ভাইয়ের কথা লিখেছি এক সপ্তাহ আগে। সবাই লিখছেন। সবাই জানেন এবং মানেন। এতো মানবিক গুনাবলীর রাজনীতিবিদ বিরল। শত্রু বন্ধু সবাইকে বুকে টানতে পারতেন হাসি মুখে। তাই এ বিষয়ে লিখবনা।
আমি আফসোস করছি একজন বদর উদ্দিন আহমদ কামরানের জন্য। যখন বরইকান্দি খোজাখেলার লোকদের মধ্যে সংঘর্ষে মুহুর্মহু গুলির মাঝখানে রেল লাইনের উপর দাড়িয়ে দু হাত তুলে সংঘাত থামান,সেই মানুষটির জন্য। শাবিতে তীব্র ছাত্র সংঘর্ষের সময় পুলিশ যখন ব্যর্থ তখন কামরান ভাই হাজির। দু হাত তুলতেই সংঘর্ষ বন্ধ, আমি খুজছি সেই মানুষটিকে, যিনি বিডিআর বিদ্রোহের দিনে সাদা পতাকা হাতে নিয়ে একদম ভেতরেই চলে যান নিজের জীবনকে তুচ্ছ করে। কোথায় পাবো সেই মানুষটিকে,যিনি আওয়ামীলীগ বিএনপির উত্তপ্ত মিছিলের সময় মাঝখানে দাড়িয়ে দু পক্ষকে শান্তিপুর্ণভাবে প্রস্থানের সুযোগ করে দেবে, কোথায় পাবো সেই মানুষটিকে, যিনি মহাজন পট্টিতে লাগা আগুন নেভাতে একজন ফায়ারম্যানের মতো কাজ করেন। আমরা কোথায় পাবো সেই মানুষটিকে, যিনি বিশ্রামের সময় বাসায় কেউ এলে বলবে, মানুষটি এতো কষ্ট করে আমার বাসা পর্যন্ত আসতে পেরেছে,আর আমি কেন দু তলা থেকে নিচে নামতে দেরী করবো। কোথায় পাবো সেই কামরান ভাইকে যিনি সাংবাদিকের উপর আক্রমন শুনলে সহকর্মীর মতোই গিয়ে পাশে দাড়াতেন ছায়া হয়ে।
চারিদিকে যাদেরকে দেখি কাউকে তো দেখিনা সেই মানুষটির মতো। তবে কি সিলেট শেষ ভরসাকে হারাল। আমার তো মনে হয় তাই। আর কি পারবেন কেউ কামরান হতে। আর কি পারবেন কেউ সেই শুণ্যস্থান পুরণ করতে?
কামরান ভয় নাই। আপনি দেখেননি। আমি আজ অবাক হয়ে দেখেছি মানুষের অন্তরজুড়েই আপনার অবস্থান। যখন ছেলে মায়ের লাশ;ফেলে পালাচ্ছে, যখন নিচতলায় ঘরে কর্তা মারা যান,দুতলায় স্ত্রী সন্তানরা ভয়ে উকি দিয়েও লাশ দেখে ষ্দেৎাফনে যায় না,বেওয়ারিশ হিসেবে পরিচিত অধ্যাপকের লাশ দাফন করে স্বেচ্ছাসেবীরা, তখন ভিন্ন চিত্র দেখলো দেশ,দেখলো দুনিয়া। শত শত মানুষ আপনার লাশটি মৃত্যুভয় উপেক্ষা করে যেন আঁকড়ে ধরেছিলো। ছড়ারপার থেকে মানিকপীর টিলা। মুহুর্তের জন্যও আপনার পাশ ছাড়েননি,গেছেন কবরের পার অবধি। এখানেইতো আপনি সফল, হয়তো আলীয়া মাদরাসার উন্মুক্ত পরিবেশে জানাজা হলে আমরা লিখতাম লাখো মানুষের ঢল,কিন্তু একজন সংবাদকর্মী হিসেবে গতকাল যা দেখলাম,তাতে মনে হয়েছে কোটি মানুষের আত্মা ছিলো আপনার লাশের পাশে। অতএব আপনিই সফল, আপনিই কামিয়াব দুনিয়া এবং আখেরাতে। এতো মানুষের দোয়া ভালোবাসা বৃথা যাবেনা। জান্নাতই হবে আপনার চিরস্থায়ী শান্তির ঠিকানা, কামনাও তাই।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D