সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০
দৈনিক সিলেটের দিনরাত:
~
ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা একতরফাভাবে আরোপ যুক্তরাষ্ট্রের
নিরাপত্তা পরিষদ প্রত্যাখ্যান করলেও, একতরফাভাবে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র। এক টুইটে এ ঘোষণা দিয়ে একে মধ্যপ্রাচ্যের শান্তির জন্য বড় খবর হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
ইরানের বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে, গত ২০ আগস্ট নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। কিন্তু ১৩-২ ভোটে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যন করে পরিষদ। এরপর দ্বিতীয় দফায়ও সে প্রস্তাব প্রত্যাখ্যাত হলে যুক্তরাষ্ট্র জানিয়ে দেয়, নিরাপত্তা পরিষদ অনুমোদন না দিলেও, ৩০ দিনের মাথায় স্বয়ংক্রিয়ভাবে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপিত হবে।
এই ধারাবাহিকতায় রোববার এক টুইটে, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। কিন্তু কোন দেশ এককভাবে এ ধরনের ঘোষণা দিতে পারে কি-না, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। ইরানকে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার এক নম্বর রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে পম্পেও দাবি করেন, ইরানের বিরুদ্ধে আবারো নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় ওই অঞ্চলে শান্তি ফিরবে।
তবে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের অধিকার যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। এক টেলিভিশন সাক্ষাতকারে তিনি বিশ্ববাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।
বলেন, যুক্তরাষ্ট্র গুণ্ডার মতো ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন বিশ্ব সম্প্রদায়কেই সিদ্ধান্ত নিতে হবে, তারা কিভাবে এর জবাব দেবে। আর অস্ত্র কেনার বিষয়ে যে সীমাবদ্ধতা রয়েছে, আশা করি আগামী মাসেই তা স্বাভাবিক হবে।
তবে যুক্তরাষ্ট্রের হুমকির কাছে মাথানত না করে, নিরাপত্তা পারিষদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। এদিকে ইরানি অভিজাত বাহিনী ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডের প্রধান হুমকি দিয়ে বলেছেন, যেভাবেই হোক জেনারেল সোলায়মানিকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D