সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
দৈনিক সিলেটের দিনরাত :
সিলেট জেলার গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ থানার সার্কেল সিনিয়র এএসপি মো. নজরুল ইসলাম পিপিএম শ্রেষ্ট সার্কেল হিসেবে পুরস্কৃত হয়েছেন। রোববার সিলেট জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক কল্যাণ সভায় ওই পুরস্কার দেয়া হয়।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে রবিবার সকাল ১১টায় শহীদ এসপি শামছুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত কল্যাণ সভায় জেলা পুলিশের অফিসার ফোর্সের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো: মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) নজরুল ইসলাম পিপিএম, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) মো. আব্দুল করিম, সকল থানার অফিসার ইনচার্জ, সকল থানার অফিসার ও ফোর্স।
পরে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম গত জুলাই মাসের কল্যাণ সভার প্রস্তাবের প্রেক্ষিতে পুলিশ লাইন্সে রিক্রেয়েশন সেন্টার উদ্বোধন করেন। যাতে কম্পিউটার ল্যাব এবং আধুনিক জিমনেশিয়ামসহ বিনোদন কক্ষ রয়েছে।
বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সুপার জেলার আইনশৃংখলা স্বাভাবিক রাখাসহ জনগণের জান মাল রক্ষার্থে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সকল অফিসারদের দিক নির্দেশনা প্রদান করেন।
(সংগ্রহীত)
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D