সৌদিতে অবতরণের অনুমতি এখনো পায়নি বিমান

প্রকাশিত: ৫:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

সৌদিতে অবতরণের অনুমতি এখনো পায়নি বিমান

দৈনিক সিলেটের দিনরাতঃঃ

সৌদি আরবে বাণিজ্যিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে এখনো অবতরণের অনুমতি পাওয়া যায়নি। বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোকাব্বির হোসেন সোমবার এ কথা জানান।

করোনা পরিস্থিতিতে সৌদি আরবের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট বর্তমানে বন্ধ আছে।

বিমানের এমডি মোকাব্বির হোসেন বলেন, সৌদি আরব ১ অক্টোবর থেকে বিমানকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত দিয়েছে। আসন বরাদ্দ শুরু করার আগে অবতরণের অনুমতি প্রয়োজন। কিন্তু তা এখনো পাওয়া যায়নি। অবতরণের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই ফ্লাইট ঘোষণা করা হবে এবং যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে তা জানিয়ে দেওয়া হবে।

ফ্লাইট ঘোষণার আগে কাউন্টারে অহেতুক ভিড় না করার জন্য যাত্রীদের প্রতি বিমানের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানায়, যেসব যাত্রীর কাছে সৌদি আরব যাওয়ার টিকিট আছে, কেবল তাঁদের আসন বরাদ্দ দেওয়া হবে। আপাতত নতুন টিকিট বিক্রি করা হবে না।

জানা গেছে, বিমান ঢাকা থেকে সৌদি আরবে প্রতি সপ্তাহে আটটি করে ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে জেদ্দায় তিনটি, দাম্মামে তিনটি ও রিয়াদে দুটি।
সুত্রঃপ্রথমআলো

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV