কুলাউড়ায় নবীগঞ্জ আর্দশ উচ্চবিদ্যালয়ের এডহক কমিটি গঠন

প্রকাশিত: ৫:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

কুলাউড়ায় নবীগঞ্জ আর্দশ উচ্চবিদ্যালয়ের এডহক কমিটি গঠন

দৈনিক সিলেটের দিনরাতঃঃ
,
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নবীগঞ্জ আর্দশ উচ্চবিদ্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট-এর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

এডহক কমিটির সভাপতি হলেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের ১ম সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদী, শিক্ষক প্রতিনিধি ভানুরাম বিশ্বাস, অভিভাবক প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।

চিঠিতে বলা হয়- উপযুক্ত বিষয়ের আলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর ৩৯ (৯) ধারানুযায়ী এডহক কমিটির সদস্যের সমন্বয়ে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটিকে অনুমোদন দেয়া হয়। কমিটির স্মারক ইস্যুর তারিখ হতে পরবর্তী ৬ মাসের জন্য স্থায়ী করা হলো এবং এডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।
(সংগ্রহীত 52)

এ সংক্রান্ত আরও সংবাদ